ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩টায় ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুরশেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ মুহসিনুল হক কিবরিয়ার সঞ্চালনায় কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
সভাপতির উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ছাত্র সমাজ যে পরিমাণ বস্তুবাদী সংগঠনের মাধ্যমে খারাপ দিক বেছে নিচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে হলে ইসলামী ছাত্র সংগঠনের নেতৃত্বের দ্বারা দেশের সার্বিক পরিস্থিতিতে এদেশে আদর্শিক লড়াইয়ের জন্য ছাত্র নেতৃত্বের বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগররে ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক ও সাবেক জেলা সভাপতি মাওলানা মক্ববুল হোসাইন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা সভাপতি মুহাম্মাদ আরিফুল ইসলাম শামিম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় শুরা সদস্য ও সাবেক জেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলবাব চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি যুবনেতা মাওলানা বদরুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।
পরিশেষে নবগঠিত কমিটি ঘোষণা করেন মুহতারাম সিলেট জেলা সভাপতি ছাত্রনেতা মুরশেদ আহমদ চৌধুরী।
সিলেট জেলা কমিটির দায়িত্বশীলরা হলেন –সভাপতি মুরশেদ আহমদ চৌধুরী, সহ-সভাপতি আবু নাছির জাহেদ, সাধারণ সম্পাদক মুহসিনুল হক কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক শাফায়াত আসজাদ, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ জাবির আহমদ, দাওয়াহ সম্পাদক শাহেদ মিয়া, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক সাজিদুর রহমান, প্রকাশনা ও দপ্তর সম্পাদক সৈয়দ রুহুল আমিন, অর্থ ও কল্যাণ সম্পাদক আমানউল্লাহ ইমন, বিশ্ববিদ্যালয় সম্পাদক সালেহ আহমদ, কওমি মাদ্রাসা সম্পাদক জিয়াউল হক চৌধুরী, আলিয়া মাদ্রাসা সম্পাদক মাহিদ আহমদ, স্কুল ও কলেজ সম্পাদক নাইম হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফ আহমদ, কার্যনির্বাহী সদস্য এনামুল হক।

