আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানালেন ট্রাম্প – DesheBideshe

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানালেন ট্রাম্প – DesheBideshe



আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইলন মাস্ককে বিদায় জানালেন ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৩১ মে – যুক্তরাষ্ট্র সরকারের ব্যয় সংকোচন বিষয়ক দপ্তর ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান হিসেবে মাত্র চার মাস দায়িত্ব পালনের পর এই পদ থেকে সরে দাঁড়ালেন ধনকুবের ইলন মাস্ক।

শুক্রবার (৩০ মে) হোয়াইট হাউজের ওভাল অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাকে বিদায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৩০ মিনিটে  ট্রাম্প ও মাস্কের একটি যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে ট্রাম্প এই বিদায়ের বিষয়টিকে ইতিবাচকভাবে উপস্থাপন করার চেষ্টা করেন।

৭৮ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট বৃহস্পতিবার তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ মাস্কের প্রশংসা করে বলেন, ‘আজই ওর শেষ দিন, তবে আসলে এটা বিদায় নয়, কারণ সে সবসময়ই আমাদের সঙ্গে থাকবে, সর্বদা সহযোগিতা করবে।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির অধীনে মাস্কের কাজকে ‘অবিশ্বাস্য’ বলে আখ্যা দেন এবং বলেন, এই কর্মসূচি চালু থাকবে।

শুক্রবারের সংবাদ সম্মেলনের পরিবেশ ছিল ফেব্রুয়ারির সেই নাটকীয় আগমনের চেয়ে অনেকটাই ভিন্ন, যখন মাস্ক তার ছোট সন্তানকে নিয়ে ওভাল অফিসে প্রবেশ করেন এবং স্বয়ং ট্রাম্পের চেয়েও বেশি মনোযোগ কাড়েন। তখন মাস্ক ছিলেন ট্রাম্পের ছায়াসঙ্গী, এয়ার ফোর্স ওয়ান, মেরিন ওয়ান, হোয়াইট হাউজ এবং ট্রাম্পের ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্ট, সর্বত্র ছিল তার সরব উপস্থিতি।

আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হলেও বিদায়কালে নিজের হতাশার কথা লুকাননি ইলন মাস্ক। অকপটে তিনি স্বীকার করেছেন, ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সির প্রধান হিসেবে নিজের ভূমিকা নিয়ে তার মধ্যে এক ধরনের বিরক্তি জন্মেছে। পাশাপাশি তিনি প্রকাশ্যে ট্রাম্পের রাজস্ব ও ব্যয়ের পরিকল্পনার সমালোচনাও করেছেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩১ মে ২০২৫



Explore More Districts