স্টাফ রিপোর্টার: আড়ংঘাটা থানা পুলিশের অভিযানে ৬ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার হয়েছে। এঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে খালিশপুর থানাধীন কদমতলা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রিপন চৌধুরী ওরফে শিমুল(৩০) তেরখাদার বাসিন্দা। তার দেয়া তথ্য মতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন সোনাতুনিয়া গ্রামের মোঃ হাসিবুল্লাহ শেখের বাড়ি থেকে ৬টি মটর সাইকেল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা করা হয়েছে।
