আট ফুটবলারের জন্য কোচের ‘দুয়ার বন্ধ’

আট ফুটবলারের জন্য কোচের ‘দুয়ার বন্ধ’

এমনিতেই ১৮ ফুটবলারের অনুশীলনে ফিরতে চাওয়ার খবরটা সহজভাবে নেননি বাটলার। এই ১৮ জনের মধ্যেও ৮ জনকে নিয়ে তাঁর বেশি আপত্তি। নাম ধরেই বললেন, ‘সাবিনা খাতুন, সানজিদা আক্তার, নিলুফা ইয়াসমিন নিলা, মাসুরা পারভীন, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, কৃষ্ণা রানী সরকার, মাতসুশিমা সুমাইয়া—এই আট ফুটবলার কখনোই আমার অধীনে অনুশীলনে ফিরতে পারবে না। আমি এখন তরুণ ফুটবলারদের নিয়ে মনোযোগী। তাদের দিকেই পুরোপুরি দৃষ্টি দিতে চাই।’

Explore More Districts