আজ শেরপুর সদর উপজেলা আ’লীগের সম্মেলন, সকল প্রস্তুতি সম্পন্ন

আজ শেরপুর সদর উপজেলা আ’লীগের সম্মেলন, সকল প্রস্তুতি সম্পন্ন

– Advertisement –

এস এম জুবায়ের দ্বীপ, বিশেষ প্রতিবেদক:

দীর্ঘ ৭ বছর পর হতে যাচ্ছে শেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন । আজ ২৪ ফেব্রুয়ারী বৃহস্পতিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

এদিকে সম্মেলনকে ঘিরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের মাঝে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। চলছে শেষ মূহুর্তের মঞ্চ সজ্জা ও প্যান্ডেল নির্মান। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আয়োজিত সম্মেলন সফল ও সুন্দর করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতোমধ্যে সম্মেলন স্থল পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি, হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। তারা সম্মেলনের প্রস্তুতির বিষয়ে সার্বিক খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেন।

বৃহস্পতিবার সকাল ১১ টায় সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি,জাতীয় সংসদের হুইপ বীরমুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী, শেরপুর ২ আসনের এমপি বেগম মতিয়া চৌধুরী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসিম কুমার উকিল এমপি, নির্বাহী সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চাঁন। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম নুরুল আমিন ছানা’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল ।

– Advertisement –

Explore More Districts