দৈনিক কুষ্টিয়া অনলাইন/
আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। বিশ^জুড়েই পালিত হচ্ছে এ দিবস। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি কর্তৃক আয়োজিত এ দিবসের মূল লক্ষ্য হলো পরিবেশ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধি ও টেকসই ভবিষ্যতের জন্য বৈশ্বিক উদ্যোগ গ্রহণ।
এ বছরের প্রতিপাদ্য বিষয়: “প্লাস্টিক দূষণ রোধ করুন” । আয়োজক দেশ দক্ষিণ কোরিয়া, যারা ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণমুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে।
বর্তমানে প্রতি বছর বিশ্বে প্রায় ৪৩০ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপন্ন হয়, যার একটি বড় অংশ একবার ব্যবহারযোগ্য। এই প্লাস্টিকই পরিণত হচ্ছে সবচেয়ে বড় পরিবেশগত হুমকিতে। সমুদ্র, নদী, খাল-বিল, এমনকি আমাদের খাদ্য ও পানীয়েও ঢুকে পড়েছে মাইক্রোপ্লাস্টিক, যা মানবদেহেও প্রভাব ফেলছে।
পরিবেশ বিশেষজ্ঞদের মতে, প্লাস্টিকের বিকল্প ব্যবহার, পুনঃব্যবহারযোগ্য পণ্যে উৎসাহ, সচেতনতা বৃদ্ধি, এবং নীতিগত কড়াকড়ি আরোপের মাধ্যমেই দূষণ কমানো সম্ভব।
বাংলাদেশের প্রেক্ষাপটে, শহর থেকে গ্রাম পর্যন্ত প্লাস্টিক ব্যবস্থাপনায় ঘাটতি রয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন থাকলেও তার প্রয়োগ সীমিত। এবার বিশ্ব পরিবেশ দিবসে সময় এসেছে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে কার্যকর ভূমিকা গ্রহণের।
আজকের এ দিনে প্রতিটি নাগরিকের উচিত, নিজেদের জীবনে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলায় ভূমিকা রাখা।
