আজ বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই – DesheBideshe

আজ বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই – DesheBideshe

আজ বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ বাঁচানোর লড়াই – DesheBideshe

ঢাকা, ১৩ জুলাই – প্রথম টি-টোয়েন্টিতে সাত উইকেটে হার—এখন সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আজ ডাম্বুলায় সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামছে লিটন কুমার দাসের দল। তিন ম্যাচের সিরিজে লঙ্কানরা ইতিমধ্যে ১-০ ব্যবধানে এগিয়ে। আজ হেরে গেলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়াবে টাইগাররা।

এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে হেরেছে বাংলাদেশ। তাই টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলে খালি হাতে ফিরতে হবে টাইগারদের।

প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম ভালো সূচনা দিলেও মিডল অর্ডারে ব্যর্থ হন লিটন, তাওহীদ হৃদয়রা। রানখরায় ভুগে বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। আজ ব্যাটারদের দায়িত্ব নিতে হবে সামনে থেকে—সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয় অপরিহার্য।

২০১৭ সালের পর এই প্রথম শ্রীলঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ খেলছে বাংলাদেশ। সফরে পরিবারের সঙ্গ থাকার সুযোগ থাকলেও মাঠের পারফরম্যান্সে কোনো উন্নতি দেখা যাচ্ছে না। ফরম্যাট পাল্টালেও ব্যর্থতার ধারা রয়ে গেছে একই। তাই সমর্থকদের মনে প্রশ্ন—এই ম্যাচেও কি হাতছাড়া হবে জয়ের সম্ভাবনা?

অন্যদিকে শ্রীলঙ্কা শিবির আত্মবিশ্বাসে ভরপুর। দলের ফিল্ডিং কোচ উপুল চন্দনা সংবাদ সম্মেলনে জানিয়েছেন, প্রথম ম্যাচের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স চাইছে তারা। ডাম্বুলার উইকেট নিয়েও আশাবাদী লঙ্কান শিবির।

বাংলাদেশ আজ চাপে, শ্রীলঙ্কা আত্মবিশ্বাসে—এই সমীকরণেই শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। টাইগারদের পারফরম্যান্সই বলে দেবে, লড়াই বাঁচবে নাকি এখানেই থেমে যাবে সফরের শেষ আশাও।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এনএন/ ১৩ জুলাই ২০২৫



Explore More Districts