
ঢাকা, ১৯ নভেম্বর – আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটা যতটা না বাংলাদশের, এরচেয়েও বেশি মুশফিকুর রহিমের। ক্যারিয়ারের শততম টেস্টটা যে মুশফিক খেলতে যাচ্ছেন এই সিরিজেই। নিজ দেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশেষ এই কীর্তি গড়তে যাচ্ছেন তিনি।
আজ (বুধবার) থেকে মিরপুরে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টটা হতে যাচ্ছে মুশফিকের শততম। বিশ বছর আগে ২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে টেস্টে অভিষেক হয়েছিল তার। ২০২৫ সালে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মুশফিক খেলবেন নিজের ১০০তম টেস্ট।
সিলেটে অনুষ্ঠিত প্রথম টেস্ট তিনদিনেই জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে সফরকারী আইরিশদের স্বাগতিকরা হারিয়েছে ইনিংস ও ৪৭ রানে। পাঁচ মাস পর সাদা পোশাকে খেলতে নেমে দাপট দেখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। তিনি খেলেন ১০০ রানের ইনিংস। তবে সর্বোচ্চ ১৭১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন মাহমুদুল হাসান জয়। ৮০ ও ৮২ রান করে সেঞ্চুরি হাতছাড়া করেন সাদমান ইসলাম ও মুমিনুল হক।
৯৯তম টেস্টে মাঠে নামা মুশফিকের ব্যাট হাসেনি সেভাবে। ইনিংস ব্যবধানে বাংলাদেশ জিতে যাওয়ায়, ব্যাটিং করার সুযোগ পেয়েছেন এক ইনিংস। করেন মাত্র ২৩ রান। তবে আজ (বুধবার) শততম টেস্ট ব্যাট হাতে রাঙাবেন তিনি এমনটাই সবার প্রত্যাশা। দেশের ইতিহাসে প্রথমবার বিরল এই মাইলফলক স্পর্শ করা অভিজ্ঞ মুশফিকেরও নিশ্চিত কোনো পরিকল্পনা আছে।
মুশফিককে অনুপ্রাণিত করতে বিশেষ আয়োজনের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার সকালে টসের পর টেস্ট শুরু হওয়ার আগে মুশফিকুর রহিমের সম্মানে সংক্ষিপ্ত একটি আয়োজন রাখা হয়েছে। মাত্র ১০ মিনিটের এই অনুষ্ঠানে তাকে দেওয়া হবে আনুষ্ঠানিক সংবর্ধনা। সকাল সোয়া ৯টা থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত চলবে এই বিশেষ মুহূর্ত।
অনুষ্ঠানে মুশফিক পাবেন তার প্রথম টেস্ট ক্যাপের প্রতীকী উপহার, যা তুলে দেবেন তার অভিষেক টেস্টের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এছাড়া টেস্ট ক্যাপের ক্যাসকেটটি তার হাতে তুলে দেবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আকরাম খান।
বিসিবির পক্ষ থেকে তাকে একটি বিশেষ ক্রেস্ট উপহার দেওয়া হবে সকাল ৯টা ২০ মিনিটে। ক্রেস্টটি তুলে দেবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিম।
লাল বলের ক্রিকেটে খুব একটা এগোতে না পারা বাংলাদেশ দলের কোনো ক্রিকেটারের আজ শততম টেস্ট। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ৩৪ টেস্টে। যেখানে পেয়েছেন ৭টি জয়। হারিয়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে। আশা করা যাচ্ছে নিজের শততম টেস্টে হারাবেন আয়ারল্যান্ডকে।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১৯ নভেম্বর ২০২৫



