ঢাকা, ০৮ মে – শর্মিলী আহমেদের জন্মবার্ষিকী আজ। ১৯৪৭ সালের ৮ মে (আজকের দিনে) তিনি মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশী টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৬৪ সালে তিনি অভিনয়ে কর্মজীবন শুরু করেছিলেন।
শর্মিলী আহমেদ ১৯৬২ সালে রেডিওতে এবং ১৯৬৪ সালে চলচ্চিত্রে তার ক্যারিয়ার শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক দম্পতিতে কাজ করেছেন। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০ চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত আগুন নাটকে প্রথমবারের মত মায়ের ভূমিকা পালন করেছিলেন।
অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে।
শর্মিলী আহমেদ মুর্শিদাবাদের বেলুর চাক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী পিএন গার্লস হাই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা পাস করেন।
তার তানিমা নামের একটি মেয়ে আছে। তার ছোট বোন ওয়াহিদা মল্লিক জলি থিয়েটার অভিনয় করেন।
২০২২ সালের ৮ জুলাই শর্মিলী আহমেদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে সকাল সাড়ে ৯টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। শর্মিলী আহমেদ দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন।
এনএন