মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ে চারটি পর্যবেক্ষণ দিয়েছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, আজহারের ফাঁসির রায় ছিল পৃথিবীর ইতিহাসে বিচারের নামে অবিচার।
জামায়াত নেতা এটিএম আজহারুলকে মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাসে চাঁদপুর আদালত প্রাঙ্গনে আইনজীবীদের প্রতিক্রিয়া।
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায় বাতিল করে এ রায় দেওয়া হয়।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ মঙ্গলবার ২৭ মে এ রায় দেন।
দেশের বিচার বিভাগের ইতিহাসে এই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো আসামি আপিল বিভাগের রায়ে খালাস পেলেন। এ রায়ের ফলে আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছে তার আইনজীবীরা।
জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মৃত্যুদণ্ডাদেশ থেকে খালাস দেওয়ায় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়ন আইনজীবীরা মনে করেন দেশের বিচার বিভাগে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
এ রায়ের মাধ্যমে বিচার বিভাগ প্রভাব মুক্ত ও দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আইনজীবীরা মনে করেন।
এ সময় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বাবর বেপারী, চাঁদপুর জেলা গণ ফোরামের সভাপতি ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি এটিএম মোস্তফা কামাল, ল’ইয়ার্স কাউন্সিল এর সভাপতি এডভোকেট নইমুল ইসলাম, জেলা দায়রা দল আদালতের অতিরিক্ত পিপি ও চাঁদপুর শহর জামায়াতে ইসলামীর আমীর অ্যাডভোকেট শাহজাহান খান।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া, ২৭ মে ২০২৫