আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড – Habiganj News

আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড – Habiganj News

আজমিরীগঞ্জ পৌর এলাকার ৮ নং ওয়ার্ড পুকুর পাড় গ্রামে আজ মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৫ ঘটিকায় রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, আজমিরীগঞ্জ পৌর এলাকার পুকুর পাড় মনিলাল কুরির পিছনে বাসের ও টিনের কাঁচা বেড়ার তিনটি ঘর পিছনে রান্না ঘর,মধ্যে বাসন রাখার ঘর,গরুর ঘরসহ মূহুর্তের মধ্যে পুড়ে যায়।

স্থানীয়রা জানান, মনিলাল কুরির আসবাবপত্র, বিছানাপত্র, কাপড়, হাঁড়ি, পাতিল, চেয়ার, ডাইনিং টেবিল, টিনের ৩ টি টাংকের ভিতর শাড়ি,কসমেটিকস জিনিসপত্র সহ আনুমানিক প্রায় লক্ষাধিক টাকার মালপত্র পুড়ে ছাই হয়ে যায়।

ধোঁয়া দেখে পাশের বাসার মহিলা একজন এসে বললে তারা অবগত হয়ে শোর চিৎকার শুরু করে। তাদের শোর চিৎকার শুনে আশে পাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়। পাশের বাসার দেয়াল থাকায় আগুন সারা গ্রামে ছড়িয়ে পড়েনি। বিকাশ মোদকের বিল্ডিংয়ের দেওয়াল থাকায় আগুন চারদিকে ছড়িয়ে পড়েনি।

আজমিরীগঞ্জ পুকুর পাড় গ্রামের মনিলালা কুরির পুত্র মনিশংকর (৩৩) জানান, আগুন কিভাবে লাগছে জানা নেই, আমার তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজমিরীগঞ্জ পিআইও সুবোধ মন্ডল জানান, আমি পরিদর্শন করে এসেছি, এখন শুকনো খাবার আর কম্বল দিবে,পরে জেলা অফিসে ক্ষয়ক্ষতির পরিমান প্রতিবেদন পাঠানো হবে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার নিবিড় রঞ্জন তালুকদার বলেন, আমরা ফেইসবুকে একটা পোস্ট দেখেছি কত আগুন লাগলে উপজেলা প্রশাসন জাগ্রত হবে, মূলত উপজেলা প্রশাসন সবসময় জাগ্রত। আছে,আমরা সর্বদা আজমিরীগঞ্জবাসীর পাশে আছি ও ভবিষ্যতে থাকবো। কারন এটা আমাদের দ্বায়িত্ব।

Explore More Districts