আজমিরীগঞ্জে ৮০০ লিটার মদ উদ্ধারসহ ৪জন আটক – Habiganj News

আজমিরীগঞ্জে ৮০০ লিটার মদ উদ্ধারসহ ৪জন আটক – Habiganj News

হবিগঞ্জের আজমিরীগঞ্জে গভীর রাতে সেনাবাহিনী অভিযানে ৮০০লিটার দেশী মদ উদ্ধারসহ ৪জনকে আটক করেন সেনাবাহিনী।

১০জুন(মঙ্গলবার)গভীর রাত ৩টা ১০মিনিটে এসএফ গোয়েন্দা সদস্য(সৈনিক)এর তথ্য ভিত্তিতে বানিয়াচং উপজেলা(আর্মি ক্যাম্প ৬৪ইবি)অধিনস্ত আজমিরীগঞ্জ উপজেলার ৬নং কাকাইলছে ইউনিয়নের ২নং ওয়ার্ডের জয়নগর গ্রামে লেফটেন্যান্ট আরিফ ফয়সাল মজুমদার এর নেতৃত্বে একদল সেনা সদস্য এই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ৬টি ঘরে তারা তল্লাশি চালিয়ে ৮০০লিটার(চোলাই)

দেশী মদ উদ্ধারসহ ৪জন নারী-পুরুষকে আটক করেন।

অভিযানের বিষয়টি আচ করতে পেরে এসময় আরও ২জন আসামি পালিয়ে যায় বলে সূত্রে জানাযায়।

এদিকে উদ্ধারকৃত (৮০০)লিটার দেশী মদের আনুমানিক মূল্য ১লক্ষ ৬০ হাজার টাকা।

আর আটককৃত ৪জন হলো উল্লেখিত ঠিকানার এবং একই(জয়নগর) গ্রামের বাসিন্দা।

গোপন রবিদাস এর স্ত্রী সবিতা রবি দাস(৩০),বীরবর এর পুত্র সুমন(২২),রুপ চান রবি দাস এর পুত্র রিপন রবি দাস (৩৫)ও পুতুল রবি দাস এর পুত্র রঞ্জিত রবি দাস(২৫)।

পরে আটককৃত ৪জনকে আজমিরীগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই সত্য জিৎ এর নিকট হস্তান্তর করে রাতেই বানিয়াচং উপজেলা ক্যাম্পে ফিরে আসেন অভিযান পরিচালনাকারী সেনাবাহিনী টিমটি।

সূত্রে আরও জানা যায়, আজমিরীগঞ্জ থানা পুলিশ আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করবেন।

Explore More Districts