আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে ৪১১ কেজি পোনা অবমুক্ত

আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীতে ৪১১ কেজি পোনা অবমুক্ত





আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ ‘করবো মোড়া মাছের চাষ, থাকবো সুখে বার মাস’ এই শ্লোগান নিয়ে আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে পোনা অবমুক্ত করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথি বলেন, মাছ বাংলাদেশের মানুষের অন্যতম প্রধান খাদ্য এবং আমিষের প্রধান উৎস। তাছাড়া মাছ বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা হয়। তাই সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারুল হোসেন, মৎস্য কর্মকর্তাসহ দলীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

শেয়ার করুন




Explore More Districts