আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় হিলারি! তছনছ সব, আমেরিকায় প্রবল বন্যার আশঙ্কা

আছড়ে পড়ল বিধ্বংসী ঘূর্ণিঝড় হিলারি! তছনছ সব, আমেরিকায় প্রবল বন্যার আশঙ্কা

ইতিমধ্যেই উদ্ধার কাজে ১৯ হাজার সেনা নিয়ো করেছে মেক্সিকো প্রশাসন৷ বিদ্যুৎ পরিষেবার দ্রুত ফিরিয়ে আনার জন্য কাজ করছেন ৮০০ জন কর্মী৷ এর মাঝেই ক্যালিফোর্নিয়া-নেভাদা সীমানায় লেক তাহোয় অঞ্চলে সপরিবার ছুটি কাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তাঁকেও সতর্ক করা হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রের খবর৷

Explore More Districts