আগৈলঝাড়ায় সাবেক সেনা সদস্যর মৃত্যু

আগৈলঝাড়ায় সাবেক সেনা সদস্যর মৃত্যু

৭ জুলাই ২০২১ বুধবার ৮:৩৫:৫৭ অপরাহ্ন

Print this E-mail this


আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ

আগৈলঝাড়ায় সাবেক সেনা সদস্যর মৃত্যু

বরিশালের আগৈলঝাড়ায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছে।

জানা গেছে,সোমবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ শিহিপাশা গ্রামের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ
সভাপতি নুর মোহাম্মদ গাজী (৭২) জ্বর ও কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হাফিজুর রহমান দিপু তাকে বরিশাল শেবাচিম
হাসপাতালের করোনা ইউনিটে প্রেরন করেন।

পরে নুর মোহাম্মদ গাজী শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর রাতে মৃত্যুবরন করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, নাতী-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

গতকাল মঙ্গলবার বাদ যোহর দক্ষিণ শিহিপাশা আস শামস ঈদ গাঁ মাঠে নুর মোহাম্মদ গাজীর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে বরিশাল সেনানিবাসের সেনা সদস্যরা মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তাকে গার্ড অফ ওনার প্রদান করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts