আগৈলঝাড়ায় ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত, এনজিওকর্মী বরখাস্ত

আগৈলঝাড়ায় ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত, এনজিওকর্মী বরখাস্ত

১৩ December ২০২৫ Saturday ১০:৪৭:১১ PM

Print this E-mail this


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

আগৈলঝাড়ায় ৪ দিন পর কিস্তির টাকার জন্য নেওয়া সেই হাঁস ফেরত, এনজিওকর্মী বরখাস্ত

বরিশালের আগৈলঝাড়ায় ঋণের কিস্তির টাকার পরিবর্তে এনজিওকর্মীর ধরে নিয়ে যাওয়া সেই চীনা হাঁসটি অবশেষে চার দিন পর ফেরত পেয়েছেন গৃহবধূ হাফিজা বেগম।আমাদের বরিশাল ডট কমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে তোলপাড় সৃষ্টি হলে শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে হাঁসটি ফেরত দেয় এনজিও কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম, ফিল্ড সুপারভাইজার মো. আরাফাত ও মো. সুজন মিয়া উপজেলার ফুল্লশ্রী গ্রামে গিয়ে গৃহবধূ হাফিজা খানমের হাতে হাঁসটি তুলে দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঋণের কিস্তির জন্য হাঁস ধরে নিয়ে যাওয়ার খবরটি পত্রিকায় প্রকাশের পর টিএমএসএস এনজিওর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি আমলে নেন। শনিবার সকালে এনজিওর বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা মো. মফিউর রহমান, মাদারীপুর জোনাল কর্মকর্তা মো. মিজানুর রহমান ও বরিশাল জোনাল কর্মকর্তা আবুল কালাম আজাদসহ চারজন কর্মকর্তা সরেজমিনে তদন্তে যান। তারা ভুক্তভোগী হাফিজা খানম, তার স্বামী মুরাদ হোসেন ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তদন্তে ঘটনার সত্যতা মেলায় অভিযুক্ত মাঠকর্মী ফিরোজ খানকে বরখাস্তের সিদ্ধান্ত জানানো হয়। তাকে গত ১১ ডিসেম্বর থেকেই সাময়িক বরখাস্ত দেখানো হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মুরাদ হোসেনের স্ত্রী হাফিজা খানম টিএমএসএস এনজিও থেকে ৬০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। গত ৯ ডিসেম্বর ঋণের শেষ কিস্তির ১৩২০ টাকা আদায় করতে যান মাঠকর্মী ফিরোজ খান। হাফিজা কিস্তি দিতে অপারগতা প্রকাশ করে পাশের বাড়ি চলে গেলে ফিরোজ খান ক্ষিপ্ত হয়ে উঠান থেকে একটি চীনা হাঁস ধরে নিয়ে যান। এ ঘটনায় ১১ ডিসেম্বর হাফিজা খানম হাঁসটি ফেরত চেয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখমন বণিকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন।

হাঁসটি ফেরত পাওয়ার পর উচ্ছ্বসিত হাফিজা খানম বলেন, ‘আমার স্কুলপড়ুয়া মেয়ের শখের হাঁসটি ফেরত পেয়ে আমি ও আমার পরিবারের সবাই খুব খুশি। সংবাদ প্রকাশের কারণেই এটি সম্ভব হয়েছে।’

এ বিষয়ে টিএমএসএস এনজিওর গৌরনদী শাখার ম্যানেজার মো. রাজেক ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করেছেন। অভিযুক্ত মাঠকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা শনিবার দুপুরে ওই গৃহবধূর বাড়ি গিয়ে হাঁসটি ফেরত দিয়ে এসেছি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts