৬ ডিসেম্বর ২০২৩ বুধবার ৮:২৪:৩৯ অপরাহ্ন |
বরিশালের আগৈলঝাড়ার রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে সপরিবারে বসবাস করা শিক্ষককে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রামানন্দের আঁক মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দখল করে সপরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন ওই বিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা বিভাগের সহকারী শিক্ষক তন্ময় বৈদ্য। এতে শিক্ষার্থীদের ক্লাসের সময় সমস্যা পড়তে হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে শিক্ষক বিদ্যালয়ের শ্রেণি কক্ষে থাকার সত্যতা পান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ওই শিক্ষককে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। কক্ষ ছেড়ে দেওয়ার ঘটনার সত্যতা স্বীকার করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কুমার ঘটক।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, শিক্ষক শ্রেণিকক্ষ দখল করে থাকার সত্যতা পেয়েছি।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |