আগৈলঝাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ: ভাতিজার কোপে রক্তাক্ত চাচা

আগৈলঝাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ: ভাতিজার কোপে রক্তাক্ত চাচা

১৯ May ২০২৫ Monday ৫:১৪:৫৪ PM

Print this E-mail this

Warning: Trying to access array offset on null in /home/amdrbari/domains/amaderbarisal.com/public_html/wp-content/themes/newsbee/news.php on line 6


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

আগৈলঝাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ: ভাতিজার কোপে রক্তাক্ত চাচা

বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে সালাম গোমস্তা (৫৫) নামের এক ব্যক্তিকে তাঁর ভাতিজা রায়হান গোমস্তা কুপিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশালে হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য আজ সোমবার সকালে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের সালাম গোমস্তার সঙ্গে জমি নিয়ে ভাই শামীম গোমস্তার বিরোধ রয়েছে। এই বিরোধের জেরে গতকাল রাতে সালাম গোমস্তাকে বাড়িতে একা পেয়ে শামীম গোমস্তার মাদকাসক্ত ছেলে রায়হান গোমস্তা চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রাখেন।

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। আজ সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় সালাম গোমস্তার ছেলে শহীদুল গোমস্তা গতকাল রাতে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, মামলা নেওয়া হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য গতকাল রাতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts