আগৈলঝাড়ায় পি*টি*য়ে স্বেচ্ছাসেবক দল নেতার হাত ভে*ঙে দিলেন ছাত্রদল নেতা

আগৈলঝাড়ায় পি*টি*য়ে স্বেচ্ছাসেবক দল নেতার হাত ভে*ঙে দিলেন ছাত্রদল নেতা

২২ March ২০২৫ Saturday ৮:৪০:২৯ PM

Print this E-mail this


আগৈলঝাড়া ((বরিশাল) প্রতিনিধি:

আগৈলঝাড়ায় পি*টি*য়ে স্বেচ্ছাসেবক দল নেতার হাত ভে*ঙে দিলেন ছাত্রদল নেতা

বরিশালের আগৈলঝাড়ায় মসজিদ কমিটি গঠনের দ্বন্দ্বে স্বেচ্ছাসেবক দলের এক নেতার হাত ভেঙে দিয়েছেন বলে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মসজিদে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম সোহেল পাইক। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হলেন আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্য সচিব মঈন পাইক।

জানা গেছে, জুমার নামাজ শেষে যবসেন কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি গঠনের জন্য মুসল্লিদের নিয়ে আলোচনা করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মসজিদ কমিটির সভাপতি পদে মো. হাফিজুর রহমান চাঁন ও সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম পাইকের নাম খসড়া করে জমা দেন জাকির পাইক। এ সময় সোহেল পাইকসহ স্থানীয় বাসিন্দারা বিরোধিতা করলে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মসজিদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে।

জাকির পাইকের ছেলে ও আগৈলঝাড়া সরকারি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজের ছাত্রদলের সদস্য সচিব মঈন পাইকের নেতৃত্বে ৫-৬ জনের একটি দল জিআই পাইপ দিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহেল পাইকের ওপর হামলা চালায়। এতে সোহেল পাইকের ডান হাত ভেঙে যায় এবং গুরুতর আহত হন। তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনা জানতে পেরে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত সোহেলের সঙ্গে কথা বলেন।

এ বিষয়ে সোহেল বলেন, মসজিদ কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বে জাকির পাইকের ছেলে ছাত্রদলের সদস্য সচিব মঈন পাইক জিআই পাইপ দিয়ে আমাকে পিটিয়েছেন। এতে আমার হাত ভেঙে গেছে।

ছাত্রদলের সদস্য সচিব মঈন পাইককে না পাওয়ায় তাঁর বাবা জাকির পাইক মসজিদ কমিটি গঠন নিয়ে তর্কাতর্কির ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আমার ছেলে সোহেল পাইকের ওপর হামলা করেনি। মসজিদ থেকে বের হওয়ার সময় পড়ে গিয়ে সোহেলের হাত ভেঙে যায়। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ঘটনা শুনে সরেজমিনে পুলিশ পাঠানো হয়েছিল। আহত ব্যক্তি লিখিত অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts