বরগুনার আমতলীতে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ৭০ হাজার টাকা নিয়ে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ইব্রাহিম মিয়া।
পুড়ে যাওয়ার ছয় মাস পরেও তিনি ওই টাকা পরিবর্তন করতে পারেননি। ক্ষতিগ্রস্ত ইব্রাহিম দ্রুত ওই টাকা পরিবর্তন করে দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আমতলী উপজেলা গুলিশাখালী ইউনিয়নের বাজারখালী সুইজগেট সংলগ্ন এলাকায় ইব্রাহিম মুদি মনোহরদি দোকান দিয়ে ব্যবসা করে আসছিল। গত বছর ১৮ই আগস্ট রাতে অগ্নিকাণ্ডে ওই দোকানে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়। একই সঙ্গে দোকানের ক্যাশবাক্সে রক্ষিত ৭০ হাজার টাকা আংশিক পুড়ে যায়। গত ছয় মাসেও ইব্রাহিম ওই পুড়ে যাওয়া টাকা পরিবর্তন করতে না পেরে চরম বিপাকে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ইব্রাহিম বলেন, অগ্নিকাণ্ডে আমার দোকানের ক্যাশবাক্সে রক্ষিত ৭০ হাজার টাকা আংশিক পুড়ে গেছে। ব্যাংক কর্তৃপক্ষের কাছে ছয় মাস ঘুরেও ওই টাকা পরিবর্তন করতে পারিনি। আমি বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের কাছে দ্রুত ওই টাকা পরিবর্তন করে দেওয়ার জোর দাবি জানাই।