আগারকারের ওপর শামি কেন ক্ষুব্ধ

আগারকারের ওপর শামি কেন ক্ষুব্ধ

প্রধান নির্বাচক আগারকারের মন্তব্যে শামি যে বিরক্ত হয়েছেন, সেটা তাঁর কথাতেই স্পষ্ট। অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা না পেয়ে তিনি যে খুশি নন, সেটাও বলেছেন শামি। এই পেসারের ভাষ্য, ‘আমি আগেও বলেছি, দল নির্বাচনের সিদ্ধান্ত আমার হাতে নেই। যদি আমার ফিটনেসে সমস্যা থাকত, তাহলে আমি এখানে (রঞ্জি ট্রফি) খেলতাম না। যদি চার দিনের ম্যাচ খেলতে পারি, তাহলে ওয়ানডেও খেলতে পারব।’

শামি আরও বলেছেন, ‘অ্যাঙ্কেল আর হাঁটুর চোটের পর আমি কিছু ম্যাচ খেলতে পেরেছি। এটা আমার জন্য ভালো ছিল। অনেক দিন না খেলা প্রসঙ্গে বলতে চাই, আমি তো চ্যাম্পিয়নস ট্রফি, আইপিএল আর দুলীপ ট্রফিতে খেলেছি। তারপর নিয়মিত অনুশীলন করে যাচ্ছি। তাই বলা ঠিক হবে না যে আমি ফর্মে নেই। সুযোগ এলে ম্যাচ খেলব।’

Explore More Districts