এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান বলেন, বিবিএক্স বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরছে। এটি নীতিনির্ধারক, বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের দেশের বেসরকারি খাতের সম্ভাবনা ও চ্যালেঞ্জ উভয়ই বুঝতে সাহায্য করে।
পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান মাসরুর রিয়াজ বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। অবিলম্বে সেদিকে নজর দেওয়া ও সংস্কার কার্যক্রম হাতে নেওয়া প্রয়োজন।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা না এলে ব্যবসায়ীদের মধ্যে আস্থা আসবে না। বিনিয়োগ হবে না। আমদের প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে না।’


