আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: ইদ্রিস মিয়া – Chittagong News

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে: ইদ্রিস মিয়া – Chittagong News

অন্তর্বতী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে এবং অযথাই সময় ক্ষেপন করার চলবে না বলে উল্লেখ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া।

বৃহস্পতিবার ( ১৩ মার্চ) ভাটিখাইন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নির্বাচনে টালবাহানা চলবে না এবং জনগণের প্রয়োজনে বিএনপি আবারোও আন্দোলন করতে বাধ্য হবে বলেও উল্লেখ করেন তিনি।

ভাটিখাইন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লোকমান হাকিম এর সভাপতিত্বে এবং তরুণ দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সোহেল সওদাগরের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম নেছার।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ,জিল্লুর রহমান, ব্যাংকার জাহাঙ্গীর কবির,, কলিমুল্লাহ চৌধুরী, সাবেক কমিশনার আমির হোসেন, মোহাম্মদ নাছির উদ্দীন,জসিম উদ্দিন,আবু জাফর চৌধুরী,দক্ষিণ জেলা যুবদল নেতা রবিউল হোসেন বাদশা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, ডাক্তার জলিল মেম্বার, পৌর যুবদলের আহবায়ক আবছার উদ্দীন সোহেল, সাবেক ছাত্রদল নেতা এস এম সুমন, মো. ইলিয়াস, নাজিম উদ্দীন, সেলিম মাষ্টার, নুরুল করিম, কায়সার, নাজমুল হোসেন, জাহাঙ্গীর আলম, এম এ রুবেল প্রমুখ।

জেএনএন/সিটিজিনিউজ

Explore More Districts