আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে যশোরে এনসিপির সমাবেশ ও মিছিল

আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল হামলার প্রতিবাদে যশোরে এনসিপির সমাবেশ ও মিছিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে পরিকল্পিত ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে যশোর জেলা এনসিপি। এ উপলক্ষে আজ বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সমাবেশ এবং পরে জজ কোর্ট মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে নেতৃত্ব দেন এনসিপি প্রতিনিধি মোঃ নুরুজ্জামান। উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক সাজিদ সরোয়ার, এনসিপি প্রতিনিধি আশালতা, আমানুল্লাহ, এসকে সোহান, জান্নাতুল ফেরদৌস অনন্যা, ছাত্র আন্দোলনের নেতা শায়েদ মোহাম্মদ রিজভী, মারুফ হোসেন সুকর্ণসহ অন্য নেতৃবৃন্দ।

বক্তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

Explore More Districts