আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল – Daily Gazipur Online

আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ মিছিল – Daily Gazipur Online

অলিদুর রহমান অলি: ফ্যাসিস্ট পলাতক খুনি হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। গতকাল টঙ্গীর ৪৯ নং ওয়ার্ড এরশাদ নগর এলাকায় এই বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ৪৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ওয়ার্ড বিএনপির প্রভাবশালী নেতা মো: কামরুল ইসলাম কামু। এ সময় আরো উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য মজিবর মাস্টার, বিএনপি নেতা সোহেল চৌধুরী, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়াজ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, শাজাহান মিয়া, আলাউদ্দিন মিয়া, মনসুর মিয়া, জলিল জিয়া উদ্দিন, মোজাম্মেল, হারুন, হালিম, স্বপন চৌধুরী, হিরা মিয়া, আনোয়ার হোসেন স্বপন প্রমুখ।
এ বিএনপি নেতা কামরুল ইসলাম কামু বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আর তার দোসররা দেশে নৈরাজ্য করছে। সকল প্রকার নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধে বিএনপি নেতাকর্মীরা মাঠে থেকে প্রতিহত করবে। ৫ আগস্টের আগে যে সকল সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়েছে, সেই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলা করেছে, তারা আজও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাচ্ছি, দ্রুত তাদের গ্রেপ্তার করতে হবে।
তিনি আরো বলেন, আওয়ামী দূসরদের সাথে মিশে লিয়াজু করে অবৈধ মাদক ব্যবসা ও চাঁদাবাজি করছেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই কোন আওয়ামী দুসরদের দলে জায়গা দেওয়া হবেনা। যারা তাদের পূর্ণবাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা কঠোর হস্তে সন্ত্রাসীদের দমন করবো।

Print Friendly, PDF & Email

Explore More Districts