আওয়ামী লীগ সভানেত্রীকে হুমকির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

আওয়ামী লীগ সভানেত্রীকে হুমকির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

আওয়ামী লীগ সভানেত্রীকে হুমকির প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা,

শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল ইসলাম মিঠু জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, আওয়ামী লীগ নেতা অনিমেষ রায়, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ নাসির সহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির তীব্র সমালোচনা করেন। তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করা হলে তার দাঁতভাঙ্গা ও উপযুক্ত জবাব দেয়া হবে।

বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে তখনই বিএনপি-জামায়াতসহ স্বাধীনতার পরাজিত শক্তি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে ব্যাহত করার জন্য জন্য মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা সরকারের ভালো কাজগুলো চোখে দেখতে পারেনা । তাই দিনের পর দিন দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বক্তারা অবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিকারীদের বিচার দাবি করেন। একই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হত্যার হুমকিদাতকে আইনের আওতায় এনে বিচার করা দাবি জানান।

Explore More Districts