আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার – Chittagong News

আওয়ামী লীগের ২৫ নেতা-কর্মী গ্রেপ্তার – Chittagong News

চট্টগ্রাম নগরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৫ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানায় সিএমপি।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মোক্তার আলম (৩৬), মো. কামাল হোসেন (৪৪), মো. কোরবান আলী (২৪), হুমায়ুন কবির (৫৭), মো. সাজন মিয়া (৩৭), ইফরান উদ্দিন চৌধুরী (৩১), মো. আরকান উদ্দিন (২০), এস এম আলমগীর রানা (৫২), মো. রাসেল (২৫), মো. ইসতিয়াক হাসান ইমন (২৭), নাজের উদ্দিন নুরু (৫৬), মো. শাহাব উদ্দিন (২৬), মো. হাসান (২৪), মো. তানভীর (২০), মো. আলামিন (২১), মো. শফি আলম বাদশা (৪৭), মোহাম্মদ আলী (৪০), মো. জুলহাস (১৯), মো. শাহীন আলম (১৯), মো. সোহেল (৩৫), মো. হাসান (২৫), মো. সুমন (২৪), নিজামুল হক নিজাম (৩৫), সাজ্জাদ আলম বাপ্পি (৩৩) ও মো. এনামুল হক (৪০)।

সিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ২৫ জনের মধ্যে কোতোয়ালী, সদরঘাট, চান্দগাঁও, বন্দর, হালিশহর, পাহাড়তলী, ইপিজেড, কর্ণফুলী, পতেঙ্গা ও চকবাজার থানায় একজন করে, বাকলিয়া, খুলশী, পাঁচলাইশ, আকবর শাহ থানায় দুইজন করে, বায়েজিদ বোস্তামি থানায় তিনজন ও ডবলমুরিং থানায় চার জন।

তাদের বিরুদ্ধে নগরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অভিযোগ আছে। কয়েকজন বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা বিভিন্ন মামলার আসামি।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts