পদ স্থগিত করা ওই পাঁচ নেতা হলেন বগুড়া জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজাউল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক মো. ইনছান, সহসাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব, সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা এবং সদস্য মো. সজল হোসাইন রহমত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত নেতাদের দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
সাংগঠনিক সূত্রে জানা যায়, ৪ ফেব্রুয়ারি বগুড়া জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এতে বগুড়া জেলা ছাত্রদলের সাবেক দুই সভাপতির মধ্যে জাহাঙ্গীর আলমকে যুবদলের জেলা কমিটির সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করা হয়। ওই কমিটি ঘোষণার পর অন্তত পাঁচজন নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে এবং আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে অংশগ্রহণের নানা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।