আওয়ামী লীগের দুই নেতা–কর্মীকে মারধর, একজনের বাড়িতে হামলা–ভাঙচুর

আওয়ামী লীগের দুই নেতা–কর্মীকে মারধর, একজনের বাড়িতে হামলা–ভাঙচুর

আবু নাছেরের অভিযোগ, বিএনপির কর্মীরা তাঁর বাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন। হামলাকারীরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে খোঁজাখুঁজি করেন। ভবনের প্রতিটি কক্ষে থাকা আসবাব, টেলিভিশন, রেফ্রিজারেটর, জানালার কাচ, নিত্যব্যবহার্য জিনিস, ছাদে থাকা সোলার প্যানেল, পানির ট্যাংকসহ সবকিছু ভাঙচুর করেন তাঁরা। এ সময় তাঁরা বাড়ির নারীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ ঘটনায় আবু নাছের তাৎক্ষণিকভাবে থানায় খবর দেন। কিন্তু হামলাকারীরা চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে আসে।

আবু নাছেরের কলেজপড়ুয়া মেয়ে অবনি অবন্তি বলেন, বিএনপির লোকজন তাঁদের ঘরের প্রতিটি জিনিস ভাঙচুর করে শেষ করেছেন। কিছুই রক্ষা পায়নি তাঁদের হাত থেকে। তাঁরা এ সময় বাড়ির নারীদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। অকথ্য ভাষায় গালমন্দ করেন। এখন চরম ভীতিকর অবস্থার মধ্যে রয়েছেন।

হামলার অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী প্রথম আলোকে বলেন, দুই-তিন দিন ধরে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী এলাকায় সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছিল। যার পরিপ্রেক্ষিতে গতকাল সন্ধ্যায় তাঁরা চাপরাশিরহাট বাজারে একটি প্রতিবাদ সমাবেশ করেছেন। ওই সমাবেশে তাঁরা কারও বাড়িঘরে হামলা না করার বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক করেছেন।

Explore More Districts