আই কে ইউ গাজীপুর জেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত – Daily Gazipur Online

আই কে ইউ গাজীপুর জেলা কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার : ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশ এর আয়োজনে গাজীপুর জেলা ২য় কারাতে প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার টংগী নদী বন্দর এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কারাতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ- সভাপতি শেকানুল ইসলাম শাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়ন বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি ও হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা সৈয়দ আতিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আই কে ইউ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহাবুবুর রহমান বিদ্যুৎ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সেনসি জামাল উদ্দিন চৌধুরী, সাঈদ মাহমুদ, সেনসি জসিম উদ্দিন ও আবু ইউসুফ।
প্রতিযোগিতায় কাতা ও কুমিতে বয়স ভিত্তিক বিভিন্ন ইভেন্টে গাজীপুর জেলার বিভিন্ন কারাতে ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল প্রদান করা হয়েছে।

Print Friendly, PDF & Email

Explore More Districts