- নারায়ণগঞ্জ, লিড নিউজ, শহর
- মাই টিভি জনগনের কল্যানে সংবাদ প্রচার করে : শামীম ওসমান এমপি
আইভীর মামলায় খোকন সহার জামিন
- আপডেট টাইম : এপ্রিল, ২৬, ২০২২, ২:৩০ অপরাহ্ণ
- 18 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিনঃ
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর করা মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।
হাই কোর্টের বিচারক জাহাঙ্গীর হোসেন ও এসএম মুজিবুর রহমানের আদালত মঙ্গলবার (২৬ এপ্রিল) শুনানি শেষে ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করা হয়।
এর আগে ২১ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিলো।
জামিনের বিষয়টি নিশ্চিত করে বিচারকের বরাত দিয়ে এড. হাসান ফেরদৌস জুয়েল জানান, শুনানীতে বিচারক মহোদয় বলেছেন বিষয়টি নিয়ে আইসিটি আইনে মামলাই হয় না। পরে ৮ সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া বিরাজ করছে। মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে মহানগর আওয়ামী লীগের একাংশ।