আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী-ফাইনাল ইডেনে

আইপিএল শুরু ২২ মার্চ, উদ্বোধনী-ফাইনাল ইডেনে

অবশেষে প্রকাশিত হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ( আইপিএল) সময়সূচি। আগামী ২২ মার্চ পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও জাকজমকপূর্ণ ফ্রাঞ্জাইজি লিগ আইপিএলের ১৮ তম আসরের। উদ্বোধনী ম্যাচের মত ফাইনালও হবে কলকাতার ইডেন গার্ডেনে। ২৫ মে পর্দা নামবে এবারের আসরের।

এখনও পর্যন্ত দুবার আইপিএলের ফাইনাল আয়োজিত হয়েছে ইডেনে। ২০১৩ ও ২০১৫ সালের পর আবারও ফাইনাল হতে যাচ্ছে কলকাতায়। এছাড়া এবারের আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারও গড়াবে ইডেনে। অন্যদুই প্লে-অফের ম্যাচ ( কোয়ালিফায়ার ২ ও এলিমিনেটর) অনুষ্ঠিত হবে গত আসরের রানার্স আপ দল সানরাইজার্স হায়দ্রাবাদের মাঠে।

এবারের আসরে ৬৫ দিনে মোট ম্যাচ হবে ৭৪ টি। উদ্বোধনী ম্যাচে গত আসরের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স মোকাবেলা করবে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর। আর আইপিএলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স ২৩ মার্চ চেন্নাইয়ের মাঠে একে অপরের মুখোমুখি হবে।

এবারের আসর আয়োজিত হবে মোট ১৩ টি স্টেডিয়ামে। ২০২২ সাল থেকে যখন আইপিএলের দল সংখ্যা বেড়ে দশটি হয়েছে, তখন থেকে দলগুলো দুটো গ্রুপে ভাগ হয়ে খেলে। যেখানে কলকাতা,বেঙ্গালুরু,রাজস্থান,চেন্নাই এবং কিংস ইলেভেন পাঞ্জাব থাকে এক গ্রুপে। অন্য গ্রুপে থাকে হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস,গুজরাত টাইটান্স,মুম্বাই ও লক্ষ্নৌ সুপার জায়ান্ট। নিজের গ্রুপের সবগুলো দলের সঙ্গে এবং অন্য গ্রুপের যেকোনো একটি দলের সঙ্গে দুটি করে ম্যাচ খেলে প্রতি দল। এবং বাকি দলগুলোর সঙ্গে খেলে একটি করে।

চেন্নাই এবং মুম্বাই একই গ্রুপে না থাকা সত্ত্বেও একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ। ২৩ মে তে প্রথম ম্যাচের পর ২০ এপ্রিল আবারও মুখোমুখি হবে দুই দল।

Explore More Districts