আইজিপি হলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

আইজিপি হলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন

বাংলাদেশ পুলিশে বেনজীর আহমেদের পরবর্তী আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ মহাপরিদর্শক হিসেবে নিয়োগ করা হলো। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এ আদেশ কার্যকর হবে বলে তাতে উল্লেখ করা হয়।

এদিকে, বর্তমান বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ অবসরে যাচ্ছেন। বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় আগামী ৩০ সেপ্টেম্বর তাকে অবসরে পাঠাচ্ছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়।

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন র‍্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

/এমএন

Explore More Districts