অ্যাড. তাহের রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

অ্যাড. তাহের রুশদীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদী’র আজ ৪ জুলাই- ২০২৫খ্রিস্টাব্দ তারিখে ৭ম মৃত্যুবার্ষিকী। এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা:) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।

জানা গেছে, ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ ৪জুলাই শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে রয়েছে, শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৮টায় পবিত্র কোরআন খতম, সাড়ে ৯টায় মরহুমের কবর জিয়ারত, সকাল ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও এদিন রুশদী পরিবারের পক্ষ থেকে শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং, ছাত্রাবাস ও পৃর্ব শাহতলীস্থ এতিমখানায় তবারক বিরতণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: গোলাম সারওয়ার অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, বর্নাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবি অ্যাড: তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী’র পিতা।

স্টাফ রিপোর্টার, ৪ জুলাই ২০২৫

Explore More Districts