ম্যাকডোনাল্ড আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো স্পিন বোলিং একাদশে নাথান লায়নের ভূমিকাকে গুরুত্বের সঙ্গে দেখে। যদিও ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে তাঁকে দলে রাখা হয়নি এবং অস্ট্রেলিয়ার সর্বশেষ তিন টেস্টের মধ্যে দুটিতেই তিনি খেলার সুযোগ পাননি। ম্যাকডোনাল্ড জানিয়েছেন, এই দুটি টেস্টেই গোলাপি বলে দিবা-রাত্রির হওয়ার কারণে লায়নকে দলে রাখা হয়নি। অ্যাশেজে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে শেষ তিন টেস্টে লায়নের স্পিন বড় ভূমিকা রাখবে বলে মনে করেন ম্যাকডোনাল্ড।
অ্যাডিলেড টেস্টে কামিন্স ও লায়ন ফিরলে একাদশ গঠন নিয়ে চাপে পড়তে পারেন নির্বাচকেরা। ব্রিসবেনে খেলা পেসার ব্রেন্ডন ডগেটের বাদ পড়া নিশ্চিত। কিন্তু আরেক পেসার মাইকেল নেসের ব্রিসবেনে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার জয়ে বড় ভূমিকা রাখেন। তাঁর বাদ পড়াটা হবে দুর্ভাগ্যজনক। পার্থ ও ব্রিসবেনে ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ২-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া।

