অস্থায়ীভাবে ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল যুক্তরাষ্ট্রের আপিল আদালত – DesheBideshe

অস্থায়ীভাবে ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল যুক্তরাষ্ট্রের আপিল আদালত – DesheBideshe



অস্থায়ীভাবে ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল যুক্তরাষ্ট্রের আপিল আদালত – DesheBideshe

ওয়াশিংটন, ৩০ মে – সাময়িকভাবে বিশ্বব্যাপী বহাল থাকবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ। ফেডারেল আদালতের স্থগিতাদেশ দেওয়ার পর আপিলের প্রেক্ষিতে গতকাল (বৃহস্পতিবার) এ ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আপিল।

আদালত জানিয়েছে, সরকারের আপিল বিবেচনা করার জন্য নিম্ন আদালতের রায় স্থগিত করা হয়েছে। মামলার বাদীদের ৫ জুনের মধ্যে এবং প্রশাসনকে ৯ জুনের মধ্যে মামলার বিষয়ে জবাব দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

হোয়াইট হাউজ জানিয়েছে, শুল্ক নীতিতে তারা একচুলও পিছু হটবে না। উপদেষ্টা পিটার নাভারো সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার হুঁশিয়ারি দেন। প্রয়োজনে অন্য পথ খুঁজে নেওয়ার কথা জানান। আদালতে এই লড়াইয়ে হোয়াইট হাউজ জিতবে বলে মন্তব্য করেন প্রেস সচিব ক্যারোলাইন লেভিট।

এর আগে গত বুধবার যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপ করা শুল্ক স্থগিত করেছিলেন দেশটির আদালত।

তিন বিচারকের রায়ে বলা হয়, জাতীয় জরুরি অবস্থা আইনের অপব্যবহার করে ট্রাম্প প্রায় সব দেশের ওপর শুল্ক আরোপ করেছেন, যা তার ক্ষমতার সীমা লঙ্ঘন করে। আদালত ১০ দিনের সময় বেঁধে দিয়ে আমদানি শুল্ক কার্যকর স্থগিতের নির্দেশ দিয়েছিল হোয়াইট হাউজকে।

এরপরই আপিল করে ট্রাম্প প্রশাসন। এর পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক ব্যবস্থা পুনর্বহাল করে আপিল আদালত। তবে আদালত জানিয়েছেন, এই সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী নাও হতে পারে।

উল্লেখ্য, মামলাটি করেছে যুক্তরাষ্ট্রের কিছু ব্যবসায়ী ও অঙ্গরাজ্য। তাদের দাবি, ট্রাম্প প্রশাসনের এই শুল্কনীতি দেশের অর্থনীতিকে আঘাত করেছে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ মে ২০২৫



Explore More Districts