অস্ত্রের মুখে জিম্মি করে প্রবাসীর বাড়ি ডাকাতি
স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ৮ নং কৃষ্ণনগর ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় ৪ জন ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাপাতালে ভর্তি রয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, ইউনিয়নের মাধবপুর গ্রামের ঐ সৌদি প্রবাসী নজরুল ইসলাম এর স্ত্রী নিলুফা আক্তার ও তার ৩ ছেলে মেয়ে নিয়ে বাড়িতে বসবাস করে আসছিলেন। এ বিষয়ে নিলুফা জানান, গত ২ জুলাই রবিবার রাতে আমার পিতা লাল চান মোল্যা, মাতা আমিরুন নেছা সহ ৩ ছেলে মেয়েকে নিয়ে ঘুমাতে যাই।
তবে ঘটনার দিন আমরা আকস্মিতভাবে সবাই অচেতন অবস্থায় গভির ঘুমে আচ্ছন্ন হলে রাত আনুমানিক সাড়ে ১২ টা থেকে ১ টা দিকে মুখোশ পরিহিত ৫ জনের একটি ডাকাত দল বাড়ির টিনের বাউন্ডারি কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। তবে আমার মাতা আমিরুন নেছার ডাক চিৎকারে সজাগ হওয়ার পর ৫ জনের একটি ডাকাতদলকে দেখতে পাই। এ সময় ডাকাতদল পিস্তল, ছ্যানদাসহ দেশীয় অস্ত্র দিয়ে আমাদের সবাইকে জিম্মি করে।
নিলুফা বলেন আমাদের জিম্মিরত অবস্থায় ডাকাতদল গরু বিক্রির ২ লক্ষ ৫০ হাজার টাকা বের করতে বললে, আমরা কোন গরু বিক্রি করিনি মর্মে জানালেও তারা বিশ^াস করে না। পরে তারা ঘরে তল্লাশী করে ২০ ভড়ি স্বর্ণালঙ্কার ও ৩ টি স্মাট ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমার পিতা লাল চান মোল্যা, মেয়ে নাজিয়া (১৬), ছেলে নাইম(১২), নাজির (৯), অসুস্থ হয়ে পরলে লাল চান কে ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্যদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে লাল চানের অবস্থা আশংকা জনক। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে সুত্রে জানা গেছে।