অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১ আগস্ট) রাতে ঘোষিত এই স্কোয়াডে সদস্য সংখ্যা ১৭।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ করে যারা দেশে ফিরেছেন, তারা সবাই-ই আছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে। বিষয়টি অবশ্য স্পষ্ট ছিল দল ঘোষণার আগেই। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে কোয়ারেন্টিন শুরু করে দল। কোয়ারেন্টিন শেষে এক দিন আনুষ্ঠানিক প্রস্তুতির পর ঘোষণা করা হল দল।
Also Read – দ্য হান্ড্রেডে আবারও করোনার হানা, আক্রান্ত ওয়ার্ন
স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ৩ আগস্ট থেকে। সিরিজের বাকি চারটি ম্যাচ মাঠে গড়াবে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায়।
চোটের কারণে এই সিরিজে খেলা হচ্ছে না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। অজিদের শর্ত মেনে জৈব সুরক্ষা বলয়ে নির্ধারিত সময়ে যোগ দিতে না পারায় নেই মুশফিকুর রহিমও। এছাড়া জিম্বাবুয়ে সিরিজ চলাকালে লিটন কুমার দাস শ্বশুরের অসুস্থতায় এবং আমিনুল ইসলাম বিপ্লব বাবার মৃত্যুর কারণে বলয় ছেড়ে আসায় এই সিরিজে খেলতে পারছেন না।
একনজরে অস্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের স্কোয়াড
মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, শামীম হোসেন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত ও রুবেল হোসেন।
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।