অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেয়া যাবে না | Suprobhat Bangladesh

অসাম্প্রদায়িক ভাবমূর্তি ক্ষুণ্ন হতে দেয়া যাবে না | Suprobhat Bangladesh

নগর আওয়ামী লীগের সঙ্গে পূজা উদযাপন পরিষদের মতবিনিময়

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সকল ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ অর্জিত হয়েছে। বাংলাদেশ প্রতিষ্ঠার ভিত্তি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এই চেতনাকে কোনভাবেই ক্ষুণ্ন হতে দেয়া যাবে না।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের সাথে পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, চারদিকে নানা ধরনের সামাজিক অস্থিরতার অপচেষ্টা হচ্ছে। এই অপচেষ্টা কারা করছে তাদেরকে চিহ্নিত করে প্রতিহত করতে হবে। আশা করি বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গোৎসব এবারও শান্তি ও সম্প্রীতিময় পরিবেশে অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বাঙালিদের জন্ম অসাম্প্রদায়িক চেতনায়। এ দেশে ধর্ম যার যার, উৎসব এবং রাষ্ট্র সবার। তবে দুঃখজনক ব্যাপার হলো এমন কিছু ঘটনা ঘটে যায় যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে মান অভিমান ও অসন্তোষ জন্ম নেয়। এই অবাঞ্চিত ঘটনাগুলো যারা ঘটায় তারা বাংলাদেশ চায় না। আগামী নির্বাচনকে সামনে রেখে এমন কিছু যদি ঘটে তাহলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সে সকল অশুভ শক্তিকে আমরা সমূলে উৎখাত করব- এটাই আমাদের প্রত্যয়। তিনি পূজা উদ্যাপন পরিষদের উদ্দেশে বলেন, আপনারা ধর্মীয় মর্যাদায় শারদীয় দুর্গোৎসব পালনে যে আয়োজনগুলো করেছেন তাতে প্রশাসনের সহযোগিতার পাশাপাশি মহানগর আওয়ামী লীগের যা কিছু করণীয় তার একটি নির্দেশনা থানা ওয়ার্ড পর্যায়ে চিঠি দিয়ে অবহিত করব।
মতবিনিময় সভায় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বলের প্রস্তাবনা বিবেচনায় আ জ ম নাছির উদ্দীন জানান, বারেক বিল্ডিং হতে পতেঙ্গা সমুদ্রসৈকত পর্যন্ত রাস্তাটি সাময়িকভাবে চলাচল উপযোগী করার জন্য সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানানো হবে। পূজা উদ্যাপন পরিষদের প্রস্তাবনা অনুযায়ী এবারের দুর্গোৎসবে প্রতি মণ্ডপে উচ্চস্বরে মাইক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। শুধু লো স্পিকারের মাধ্যমে যাবতীয় অনুষ্ঠানাদি সম্পন্ন করাসহ ২১টি প্রস্তাবনা দেয়া হয়েছে।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, আবু তাহের, শহীদুল আলম, পয়ার মোহাম্মদ, আব্দুল লতিফ টিপু, হাজী বেলাল আহমদ এবং পুজা উদ্যাপন পরিষদ মহানগরের সভাপতি লায়ন আশিষ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাবেক সভাপতি বিমল কান্তি দে, অ্যাডভোকেট অরবিন্দু পাল অরুপ, এড. চন্দন তালুকদার, সাধন ধর, সহ সভাপতি অর্পন ব্যানার্জী, রানা বিশ্বাস, সুমন দেবনাথ, প্রদীপ শীল, বিপ্লব কুমার চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব সেন, সজল দত্ত, মিথুন মল্লিক, অ্যাডভোকেট নটু চৌধুরী, বন্দর থানার সভাপতি অশোক দত্ত, কোতোয়ালী থানার সভাপতি লিটন কুমার শীল, বায়েজিদ থানার সভাপতি উজ্জ্বল কুমার দেওয়ানজী, ডবলমুরিং থানার সভাপতি শিবু প্রসাদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি

Explore More Districts