চাঁদপুর জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে একের পর এক বিভিন্ন সহায়তার হাত অব্যহত রেখে আসছেন। তারই ধারাবাহিকতায় এবার একটি অসহায় পরিবারের মেয়ের বিয়েতে নগদ অর্থ সহায়তা করা হয়।
১ অক্টোবর বুধবার শাহরাস্তি থানাধীন ১৭ নং রায়শ্রী উ: ইউনিয়ন ৮নং ওয়ার্ড দাদিয়াপাড়া গ্রামের মো: জাহাঙ্গীর নামের অসহায় ও দারিদ্র পরিবারের এক মেয়ের বিয়ের সামাজিক কাজ সম্পূর্ণ করার জন্য ১৬ হাজার টাকা নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের এমন উদ্যোগকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা প্রশংসা করেছেন এবং এ ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান।
সংগঠনের মানবিক কর্মকাণ্ড প্রসঙ্গে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মনজুর হোসেন সজীব বলেন, আমাদের দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা সংগঠন টি সামাজিক উন্নয়ন ও মানবিক কাজে সবসময়ই সবার পাশে থাকবে, এবং আমাদের এই প্রচেষ্টা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে। -ইনশাআল্লাহ।
সংগঠনের সি:সহ সভাপতি আবু ইউসুফ সুমন বলেন, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য মসজিদ, মাদ্রাসা, বিধবা, এতিম, অসহায় পরিবার, চিকিৎসা সহায়তা ও সমাজের গরিব অসহায় দরিদ্র মানুষের আত্মকর্মসংস্থান এর সু্যোগ করে দেওয়া। আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন আমরা যেন দ্বীন ও সমাজ সেবায় একতাবদ্ধ হয়ে কাজ করে যেতে পারি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো.সাহাবদ্দিন জানান, আমাদের সংগঠনের এটাই প্রত্যাশা যাতে করে সুশীল সমাজের প্রতিটি মানুষ এই রকম অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসে, আমরা গ্রামে প্রায় ৬ বছর যাবত নানা সময়ে গরিব অসহায় অসুস্থ দরিদ্র মানুষের সেবায় পাশে থাকছি, আমাদের এই উদ্যোগ গ্রামে ছড়িয়ে পরেছে এবং অন্যান্য গ্রামের মানুষ ও আমাদের এই সামাজিক সংগঠনে সহায়তা দিয়ে এগিয়ে আসছে। এবং আগামীতে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সৃষ্টি করা সহ সামাজিক বিভিন্ন ইস্যু ভিত্তিক কাজ চালিয়ে যাবে এই স্বেচ্ছাসেবী সংস্থা।
এ সময় সদস্য উপস্থিত ছিলেন আবু ইউসুফ সুমন, বেলায়েত হোসাইন, আব্দুল্লাহ আল মামুন, আলাউদ্দিন মিলন, মো: আরমান হোসাইন, রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, মানিক হোসাইন, হুমায়ুন আহম্মেদ, রাকিবুল হাসান রাকিব , আনোয়ার, শরিফ হোসেন, মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুহাদ্দিস শহিদুল্লাহ, মাওলানা মকবুল, মেম্বার জামাল হোসেন,আনোয়ার হোসেন, আবুল বাশার, আমিনুল হক, মো: শাজাহান, হাফিজ, মফিজ, ও সমাজের গণ্যমান্য স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ২ অক্টোবর ২০২৫

