অসহায় অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রাজিব দাস

অসহায় অসুস্থ শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন রাজিব দাস

চাঁদপুর শহরে অসুস্থ ও চিকিৎসাবঞ্চিত এক শিশুর পাশে দাঁড়িয়েছেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজিব দাস। গতকাল বুধবার দুপুরে তিনি চাঁদপুর সরকারি সদর হাসপাতালে গিয়ে অসুস্থ শিশু রাফির মা শাহিনুর বেগমের সাথে খোঁজ-খবর নেন। অসুস্থ শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন এবং তাৎক্ষণিকভাবে তার চিকিৎসার দায়িত্ব নেন।

এই মানবিক উদ্যোগের ফলে শিশুটির পরিবার কিছুটা স্বস্তি পেয়েছে। তারা রাজিব দাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেছেন।

রাজিব দাস বলেন, আমাদের প্রিয় নেতা চাঁদপুর-হাইমচর মাটি ও মানুষের নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাই নির্দেশনা দিয়েছেন সমাজের অসহায়, অসুস্থ ও দুস্থ মানুষ দাঁড়াতে। এছাড়াও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব। একজন শিশুর জীবন বাঁচাতে পারলে সেটাই হবে সবচেয়ে বড় অর্জন।

তিনি আরো বলেন, এটা আমার নৈতিক দায়িত্ব মনে করেছি। সমাজে যারা পিছিয়ে আছে, তাদের পাশে দাঁড়ানোই আমাদের স্বেচ্ছাসেবক দলের মূল আদর্শ।

এই মানবিক কর্মকাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষ ও রোগীর পরিবার তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয়ভাবে এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, রাজিব দাস নিয়মিতই সমাজসেবামূলক কাজের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ান, যা তাকে তরুণ সমাজের মাঝে একজন মানবিক রাজনৈতিক কর্মী হিসেবে পরিচিত করে তুলেছে।

স্টাফ রিপোর্টার,২৩ এপ্রিল ২০২৫

Explore More Districts