অসম্ভব বলে কিছুই নেই, এই মনোবল নিয়ে বড় হতে হবে – দৈনিক আজাদী

অসম্ভব বলে কিছুই নেই, এই মনোবল নিয়ে বড় হতে হবে – দৈনিক আজাদী

নান্দনিক চট্টলার চট্টগ্রাম উৎসবে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেছেন, জীবনে অসম্ভব বলে কিছু নেই। ইম্পসিবল শব্দকে ভেঙে লিখলে আই এম পসিবল হয়। অর্থাৎ আমার দ্বারা সবই সম্ভব। তোমাদেরকে এই মনোবল নিয়ে বড় হতে হবে যে, অসম্ভব বলে কিছুই নেই। সবকিছুই আমরা করতে পারব। চট্টগ্রাম উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে শিশুকিশোরদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশ নেয়া কয়েকশ শিক্ষার্থীকে উদ্দেশ্য করে এম এ মালেক বলেন, জীবনে তিনজন মানুষ তোমাদের সবচেয়ে আপনমা, বাবা এবং শিক্ষক। এই তিনজনকে সবসময়ই সম্মান দেবে। না হয় তোমরা হারিয়ে যাবে।

তিনি বলেন, তোমরা আমাদের ভবিষ্যৎ নয়, বর্তমান। বর্তমানকে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে। ভবিষ্যতের জন্য কিছু ফেলে রাখা যাবে না। বর্তমানকে কাজে লাগালেই ভবিষ্যৎ উজ্জ্বল হতে বাধ্য।

এম এ মালেক বলেন, একুশে পদক আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। এই অর্জন আমাকে একটি লালসবুজ পতাকা দিয়েছে। আপনারা দোয়া করবেন আমি যতদিন বেঁচে থাকি এই লালসবুজ পতাকার সম্মান যেন রক্ষা করতে পারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইসমত আরা বেগম। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম উৎসব উদযাপন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ কামরুল ইসলাম। বক্তব্য রাখেন নান্দনিক চট্টলার উপদেষ্টা ও চিত্রাঙ্কন কমিটির চেয়ারম্যান আবু তাহের, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বেশ কয়েকজনকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি এবং সঙ্গীত পরিবেশিত হয়। শিশুশিল্পীরা পরিবেশন করে নৃত্য। এর আগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Explore More Districts