অর্থাভাবে চিকিৎসা বন্ধ চরফ্যাশনের ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২ যুবকের

অর্থাভাবে চিকিৎসা বন্ধ চরফ্যাশনের ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২ যুবকের

২০ October ২০২৪ Sunday ৩:৫১:৫৪ PM

Print this E-mail this


চরফ্যাশন ((ভোলা) প্রতিনিধি:

অর্থাভাবে চিকিৎসা বন্ধ চরফ্যাশনের ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ ২ যুবকের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা ও চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়ে মানবেতর জীবনযাপন করছেন চরফ্যাশনের দুই যুবক। টাকার অভাবে তাদের উন্নত চিকিৎসা হচ্ছে না।

জানা গেছে, চরফ্যাশনের দক্ষিণ আইচা এলাকার কেরামত আলীর ছেলে আবুল খায়ের। তিনি চট্টগ্রামের খুলশীতে একটি সুপারশপে চাকরি করতেন। ৫ আগস্ট চট্টগ্রামের গোলপাহাড় মোড় থেকে কাজ শেষে খুলশীতে যাওয়ার সময় ওয়াসামোড় এলাকায় গুলবিদ্ধ হন।

তার পেটে দুইটা, কাঁধে একটি ও বাম পায়ের রানে একটি গুলি লাগে। ছাত্ররা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চট্টগ্রামের হাসপাতালে ভর্তি করে পরিবারে খবর দেন।

তিনি জানান, এ পর্যন্ত তার ৪টি অস্ত্রোপচার হয়েছে। এতে সাড়ে ৪ লাখ টাকা খরচ হয়েছে। আরও ২টি অস্ত্রোপচার করাতে হবে। কিন্তু পরিবারের আর্থিক সংকটের কারণে অস্ত্রোপচার ও ওষুধের খরচ নিয়ে দুশ্চিন্তায় তিনি। আবুল খায়েরের বাবা কেরামত আলী ও মা হালিমা বেগম ছেলের উন্নত চিকিৎসার জন্য সরকারি সহযোগিতা চেয়েছে।

এদিকে জিন্নানগর ইউনিয়নের জিন্নানগর গ্রামের মো নুর হোসেন জানান, তিনি ঢাকায় ভ্যান চালিয়ে সংসার চালাতেন। ৫ আগস্ট দুপুরে ঢাকার যাত্রাবাড়ীতে ভ্যান চালিয়ে ফেরার পথে বোমাসদৃশ একটি বস্তু এসে তার শরীরে লাগে।

এতে তার বাম হাত ও দুই পা ঝলসে যায়। অস্ত্রোপচার করে বাম হাতের কবজি কেটে ফেলা হয়। বর্তমানে গ্রামের বাড়িতে রয়েছেন। ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না। পরিবারের সদস্যরা ধারদেনা করে প্রায় ২ লাখ টাকা খরচ করেছেন চিকিৎসায়।

বর্তমানে ওষুধের খরচও জোগাতে পারছেন না তিনি। উন্নত চিকিৎসার জন্য তিনি সরকারি সহযোগিতা কামনা করেন। ইউএনও নওরীন হক জানান, সরকারিভাবে নির্দেশনা পেলে আর্থিক সহযোগিতা দেওয়া হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts