অর্গানিক নিউট্রিশন আনল কারকুমা ভেজস্প্রেড 

অর্গানিক নিউট্রিশন আনল কারকুমা ভেজস্প্রেড 

অনুষ্ঠানে জানানো হয়, পালং শাক, ব্রকলি, মালবেরি ও গাজরের মতো পুষ্টিসমৃদ্ধ সবজি দিয়ে কারকুমা ভেজস্প্রেড তৈরি করা হয়েছে। স্বাদ ও পুষ্টি বাড়াতে এই পণ্যে হেজেলনাট ও কোকোয়া বিনস যোগ করা হয়েছে। বিশেষ করে যেসব শিশু সবজি খেতে চায় না, তাদের জন্যই পণ্যটি তৈরি করা হয়েছে। সুস্বাদু এই খাবার বাংলাদেশে পুষ্টির চ্যালেঞ্জ মোকাবিলায় একটি ভালো সমাধান দেবে।

অনুষ্ঠানে অর্গানিক নিউট্রিশন লিমিটেডের পরিচালক ইফতেখার রশিদ বলেন, ‘স্বাস্থ্যকর খাবারও যে সুস্বাদু হতে পারে, সেই ধারণা থেকেই আমরা এই পণ্য তৈরি করেছি। আমাদের লক্ষ্য হলো, এমন একটি পণ্য দেওয়া, যা একই সঙ্গে মজাদার ও শিশুদের সঠিক বিকাশে সহায়ক।’

Explore More Districts