শুধু নেদাল্যান্ডস নয়, যুক্তরাজ্যসহ ইউরোপের অন্য দেশগুলোয় অমিক্রন রীতিমত আতঙ্ক ছড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, করোনার ডেলটা ধরনের চেয়ে কয়েক গুণ দ্রুতগতিতে ছড়াচ্ছে ভাইরাসটির নতুন ধরন অমিক্রন। এ গতি এতটাই যে বিভিন্ন দেশে মাত্র দেড় থেকে তিন দিনে অমিক্রনে সংক্রমণের সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে।
এমনকি উচ্চমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন মানুষের শরীরে অমিক্রন দ্রুত ছড়াচ্ছে— গতকাল শনিবার এমন তথ্য জানিয়েছে ডব্লিউএইচও। সংস্থাটি বলছে, এমনটি কেন হচ্ছে, তা এখনো পরিষ্কার নয়। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, প্রথমে দক্ষিণ আফ্রিকা গত ২৪ নভেম্বর দেশটিতে অমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ার ঘটনা তাদের অবগত করে। এর পর থেকে মাত্র তিন সপ্তাহের কিছু বেশি সময়ে বিশ্বের ৮৯টি দেশে করোনার নতুন ধরনটি ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।