দাগ থেকে যদি ভালো কিছু হয়, তবে দাগই ভালো!
এমন মনোভাব থেকেই আইপিএলে প্রতিটি ম্যাচে মাঠের পাশে একটি গাড়ি রেখে দেয় টুর্নামেন্টের অন্যতম এক স্পনসর প্রতিষ্ঠান। ‘ছক্কা হয়ে উড়ে আসা বলের আঘাতে ভেঙে যাক গাড়ির কাচ’—মনেপ্রাণে এই চাওয়াই ছিল তাদের, সেই চাওয়া পূরণ হয়েছে। গতকাল এক ছক্কায় ভেঙেছে গাড়ির কাচ। লক্ষ্ণৌর একানায় সেই ‘দুর্ঘটনা’য় নিশ্চিত হয়েছে, স্পনসর প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব থেকে বেরিয়ে যাচ্ছে ৫ লাখ টাকা। ভারতের অনগ্রসর কোনো গ্রামে ৫ লাখ রুপির ক্রিকেট সরঞ্জাম দেবে প্রতিষ্ঠানটি।