অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা

অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা

১৪ October ২০২৪ Monday ২:১৮:১৭ PM

Print this E-mail this


ঝালকাঠি প্রতিনিধি:

অভিযানের প্রথম দিনে ৫২ কেজি ইলিশ জব্দ, ৭ জনকে জরিমানা

ঝালকাঠি জেলার বিষখালী, সুগন্ধা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে আইন না মানায় সাতজনকে ১ হাজার টাকা করে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১২টার পর থেকে এই নদীতে সারারাত জেগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় তাদের সঙ্গে জেলা মৎস্য অফিসার রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।  

এছাড়াও অভিযান চালিয়ে নলছিটির পুরান বাজারে ভোর ৬টায় ৫২ কেজি ইলিশ জব্দ করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জব্দকৃত ইলিশ তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণ অভিযানের এই ২২ দিনে নদীতে ইলিশ মাছ আহরণ, বাজারজাতকরণ, সংরক্ষণ ও পরিবহন নিষিদ্ধ করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts