অভয়নগর মশিয়াহাটী বাজারে অবৈধস্থাপনা উচ্ছেদ করে চান্দি নির্মাণের দাবি

abhaynagar jessore map

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের মশিয়াহাটী বাজারের
অবৈধস্থাপনা উচ্ছেদ করে মৎস আড়ত, ঘাট ও কাঁচাবাজারের চান্দি
নির্মাণের দাবি জানিয়েছে এলাকার কৃষক ও মৎস চাষিরা।
বৃহস্পতিবার (১৮/০৭/২৪) সকাল সাড়ে দশটার সময় এ দাবিতে তাঁরা
যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ওই
এলাকার ৪১০ জন কৃষক ও মৎস চাষি স্বাক্ষর করেন।

স্মারকলিপিতে দাবি করা হয় এলাকার মানুষের দৈনন্দিন হাট-বাজারের
প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয়বিক্রয়ে মশিয়াহাটীবাজার অত্যন্ত
গুরুত্বপূর্ণ। ওই বাজারের মাঝ দিয়ে নওয়াপাড়া-মশিয়াহাটি সড়ক
গেছে যার একপাশ যশোরের মণিরামপুর ও অপর পাশ অভয়নগর উপজেলার মধ্যে
পড়েছে। কিন্তু বিগত কয়েকবছর ধরে একশ্রেণির প্রভাবশালীমহল অভয়নগর
অংশের বাজারে থাকা ৮৪ শতক খাস জমিতে অবৈধ বসতবাড়ি,
দোকানঘর নির্মাণ করে ভোগদখল করছে।

স্মারক লিপিতে বলা হয়েছে বর্তমানে ওই এলাকার প্রধান জীবিকা মাছ
চাষ। এলাকার বোকড় ও কেদারিয়া বিলে হাজার হাজার টন মাছ উৎপাদন
হয়। কিন্তু বাজারের মাছ বিক্রয়ের চান্দি অবৈধ দখলে থাকায় চাষিদেরকে
মাছ ও সবজি নিয়ে বিক্রি করার জন্য মণিরামপুর ও কেশবপুরে যেতে হয়।
যাতে তাদের প্রচুর অর্থ খরচ ও সময় ব্যয় হয়। বিষয়টি তাদের কাছে
কষ্টসাধ্যও বটে। সরকারি জাগা অন্যদের দখলে থাকায় সীমানা খালে নামার
কোনো ঘাট নেই। যার ফলে মৎসচাষিদেরকে সীমানা খালের ভিতর দিয়ে
মাছের খাবার ও মাছ পরিবহনে বাজার সংলগ্ন মশিয়াহাটি ডিগ্রি
কলেজের ভিতর দিয়ে চলাচল করতে হয়। এতে পাবলিক পরিক্ষার সময় চলাচলে
তাদেরকে বাঁধাগ্রস্থ হতে হয়।

স্মারকরিপিতে তারা দ্রুত উক্ত খাসজমি দখলমুক্ত করে খালের পাশে একটি
পাকা ঘাট, মৎসআড়ত ও কাঁচাবাজারের চান্দি নির্মাণের দাবি
জানান। এসময় উপস্থিত ছিলেন কৃষক বিপ্লব রায়, পলাশ রায়, অনুপ
বিশ^াস, মৎস ব্যবসায়ী সঞ্জিত মন্ডল, স্বপন রায় প্রমুখ।

Explore More Districts