অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতেরঅভিযান

অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতেরঅভিযান

৫ ফেব্রুয়ারি ২০২৪ সোমবার ৫:২৮:০৫ অপরাহ্ন

Print this E-mail this


অবৈধ ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতেরঅভিযান

সরকারি নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে গড়ে ওঠা প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশের পর জেলার আগৈলঝাড়া উপজেলার অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে থানা পুলিশের সহায়তায় উপজেলা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে ভ্রাম্যামান আদালতের অভিযান পরিচালনা করেছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন। অভিযানে উপজেলা সুপার মার্কেটের গ্রামীণ প্যাথলজির মালিক মনিরুজ্জামান স্বপনকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই মার্কেটে অবস্থিত পপি ডেন্টাল ক্লিনিকের মালিক ডেন্টাল চিকিৎসক প্রদীপ কুমার রায় কোন চিকিৎসক না হওয়ায় তাকে রোগী দেখতে নিষেধ করেছেন ম্যাজিষ্ট্রেট।

অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অর্ণব সাহা, থানার এসআই নুরে আলম, আদালতের নাজির সোহেল আমিন উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট উম্মে ইমামা বানিন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts