অবৈধভাবে গড়ে উঠা নির্মাণাধিন একটি ইটভাটা বন্ধঃ

অবৈধভাবে গড়ে উঠা নির্মাণাধিন একটি ইটভাটা বন্ধঃ

অবৈধভাবে গড়ে উঠা নির্মাণাধিন একটি ইটভাটা বন্ধঃ

গাইবান্ধা সদর উপজেলার জনবসতি এলাকায় অবৈধভাবে গড়ে উঠা নির্মাণাধিন একটি ইটভাটা বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালত। এসময় আইন অমান্য করায় ভাটার ম্যানেজার রাসেল মিয়ার কাছে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একইসঙ্গে আগামী সাতদিনের ইটভাটা নির্মাণের সকল কার্যক্রমের সরঞ্জাম সড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে ভাটার মালিককে।
সোমবার (১০ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার বোয়ালী এলাকায় এই অভিযান চালানো হয়। গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. শাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল ইসলাম বলেন, ‘লাইসেন্স বিহীন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ব্যতিত ইটভাটা স্থাপনের সুযোগ নেই। তাছাড়া জনবসতি এবং আবাদি জমির মাঝে ইটভাটা স্থাপনের কোন প্রশ্নই উঠে না। কিন্তু সম্প্রতি খামার বোয়ালী এলাকায় নিয়মনীতি উপেক্ষা করে অবৈধভাবে ইটভাটা গড়ে তোলেন আয়েন উদ্দিন নামে এক ব্যবসায়ী। সম্প্রতি এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ইটভাটায় অভিযান চালিয়ে সব কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ম্যানেজার রাসেল মিয়ার কাছে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।’

তিনি আরও বলেন, ‘অভিযানের সময় ভাটা মালিক আয়েন উদ্দিনকে পাওয়া যায়নি। তবে আগামি সাতদিনের মধ্যে তাকে নির্মাণাধীন ভাটার সকল সরঞ্জাম সড়ানোর নির্দেশ দেয়া হয়েছে। এই নির্দেশ অমান্য করলে পরবর্তীতে বুলডোজার দিয়ে ইটভাটা গুড়িয়ে দেওয়াসহ মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল ইসলাম।

এ জাতীয় আরো খবর…

Explore More Districts